আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিচ্ছিন্ন হয়ে গেছে মীরগঞ্জ

বরিশালের বাবুগঞ্জে উপজেলায় ড়িয়াল খাঁ নদের ভাঙনে বড় মীরগঞ্জের সাথে ছোট মীরগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকালে বড় মীরগঞ্জ ও ছোট মীরগঞ্জ বাজারের মধ্যবর্তি স্থান খানকায়ে সুলতানিয়া নামক মসজিদ সংলগ্ন সড়কসহ অন্তত ৬০ মিটার এলাকাজুড়ে ভেঙে দেবে গেছে। এতে রহমতপুর, বড় মীরগঞ্জের সাথে ওই সড়কসহ চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদি, আরজিকালিকাপুরের একাংশ ও সিংহেরকাঠী গ্রামের পূর্বাংশের কয়েক হাজার মানুষ বিপাকে পরেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটি ভেঙে গিয়ে বিভক্ত হওয়াতে সাধারণ মানুষ ইঞ্জিন চালিত নৌকায় পারাপার হচ্ছেন। বেশ কিছু দিন যাবৎ আড়িয়াল খাঁ নদের ভাঙনে চাঁদপাশা ইউনিয়নের ভাবানিপুর, আরজিকালিকাপুর, রফিয়াদী এবং রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী, ছোট মীরগঞ্জ ও লোহালিয়া গ্রামের নদের তীরবর্তি এলাকায় প্রবল আকারে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে গত বছর পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে জিও ব্যাগ এবং টিউব ফেলে ব্যবস্থা গ্রহণ করেছিল। কিন্তু এক বছর পার হতে না হতে অকার্যকর ওই ব্যবস্থা নদের গর্ভে ভিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সড়ক যোগাযোগের বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সিমাহীন ভোগান্তিতে পড়তে হবে এবং কয়েক কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদর এবং থানায় যেতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান জানান, বিষয়টি পানিউন্নয়ন বোর্ড এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তার ভাঙন এলাকা পরিদর্শএন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুশফিকুর রহমান শুভ বলেন, ভাঙন কবলিত এলাকায় সরকারি খাস জমি না থাকাতে স্থানীয়রা যদি জমি দিয়ে সহযোগিতা করেন তা হলে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।